আনোয়ারায় ২ কিলোমিটার জায়গায় বেড়িবাঁধ না থাকায় অসহনীয় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই ২কিলোমিটার জায়গাজুড়ে বাঁধের জন্য আকুতি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, এবারও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। বেড়িবাঁধ না থাকায় গত কয়েক দিন ধরে ওই ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মানুষ মারা গেলে সেখানে দাফনের জায়গাটুকুও অবশিষ্ট নেই অনেক পরিবারের।
খোঁজ নিয়ে জানা গেছে, শিকলবাহা খালের কর্ণফুলী অংশের বেড়িবাঁধের প্রায় কাজ সম্পন্ন হলেও অরক্ষিত রয়ে গেছে ভেল্লাপাড়া সেতু থেকে কালারপোল সেতু পর্যন্ত দুই কিলোমিটার অংশ। এই অংশ দিয়ে প্রতিবছর কয়েকবার জোয়ারের পানিতে প্লাবিত হয় ওই গ্রামের হাজারের বেশি পরিবার।