আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মহান মে দিবসে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা গণপরিবহণ বন্ধ রাখার সিদ্ধান্ত


অনলাইন ডেস্কঃ মহান মে দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরসহ দূরপাল্লার সকল গণপরিবহণ ও পণ্যপরিবহণকারী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি। আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতি দিবস পালরনে ওইদিন সকাল ১০টায় ষ্টেশন রোডের বি.আর.টি.সি বাস টার্মিনাল চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সমাবেশ শেষে বর্ণাঢ্য লাল পতাকার একটি মিছিল চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় ফেডারেশনভুক্ত ৪৭টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরা এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সভার সিদ্ধান্ত অনুসারে, ১ মে সড়ক পরিবহণ শ্রমিকেরা ছুটি ভোগ করবে এবং সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল রুটে সকল ধরনের যাত্রীবাহী ও পন্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে না গণপরিবহণ

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে সভাটিতে শ্রমিক নেতা রবিউল মাওলাকে আহবায়ক ও আবুল কাসেমকে সদস্য সচিব করে ২৬সদস্য বিশিষ্ট একটি মে দিবস উদযাপন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন মৃণাল চৌধুরী, অলি আহামদ, রবিউল মাওলা, হাজী আব্দুস সবুর, আবুল খায়ের, মো. ইলিয়াছ, আবুল কাসেম, আবুল কালাম আবু, খোরশেদ আলম, জহুর উল্লাহ, কালাম উদ্দিন, মো. ইউসুফ, হারুন অর রশিদ, জাহেদ হোসেন, সেলিম খান, শাহ জাহান, শামসুল আলম, মো. আরিফ, সাইফুল ইসলাম শাহিন, শাহাদাত হোসেন, মো. বখতেয়ার, মো. শফি, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, নুরুল হক পুতু, আহমদ হোসেন, নুরুল আবছার, মো. ইউনুস, শহিদুল ইসলাম, মো. আবদুর রহিম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর