আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত এসআই’র মৃত্যু


চট্টগ্রাম নগরীর হালিশহরে বাইক দুর্ঘটনায় আহত আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান মারা গেছেন। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার। তিনি জানান, দুইদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আজ সকালে আইসিইউতে তার মৃত্যু হয়।

এর আগে রবিবার (৬ নভেম্বর) হালিশহর থানাধীন বড়পোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি আইল্যান্ডের সাথে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর