আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. আবির আমানের পিতা কাজী মোঃ আমানউল্লাহ এর ইন্তেকাল


চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. কাজী মো: আবির আমানের শ্রদ্ধেয় পিতা হাটহাজারী উপজেলার ‘কাজী বাড়ি’ নিবাসী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম ও সমাজসেবক কাজী মোঃ আমানউল্লাহ (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৬বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কর্মময় জীবনে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ছিলেন। এছাড়াও তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও দীর্ঘদিন কর্মরত ছিলেন। হাটহাজারী এলাকার
কাটিরহাট কাজীবাড়ি মসজিদ জামে মসজিদের সভাপতি ছিলেন।

পরে শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় চট্টগ্রামের মহসিন কলেজ মাঠে প্রথম জানাজা আর হাটহাজারী উপজেলার কাটিরহাট কাজীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর