অনলাইন ডেস্কঃ উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়া পাড়া নিবাসী জামাল ও আবছারের পিতা আবুল হোসেন (৬০) ইন্তেকাল করেছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম আবুল হোসেন দীর্ঘদিন কালামিয়া পাড়া মসজিদ কমিটির সেবক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তার প্রসঙ্গে আলাপকালে স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি মেম্বার) মোহাম্মদ মহি উদ্দীন চাটগাঁর সংবাদকে বলেন, ‘বয়স্ক হলেও তিনি সুস্থ্য স্বাভাবিক জীবন যাপন করছিলেন। আজ ফজরের নামাজ পড়ে নাস্তা খাওয়ার পর গরু চড়াতে তার বাড়ির পার্শ্ববর্তী স্থানে গিয়েছিলেন। সেখানে তিনি আকস্মিক মৃত্যুবরণ করেছেন। পরে তাকে স্থানীয় চিকিৎসালয়ে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসকের ধারণা, তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।’
আরও পড়ুন সাতকানিয়ায় সোনাকানিয়ায় এক কৃষককে হত্যা
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর মরহুমের জানাজার নামাজ কালামিয়ার পাড়া মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বর্তমানে উনার দ্বিতীয় ছেলে আবছার উদ্দিন সাধারণ সম্পাদক হয়ে মসজিদের সেবকের দায়িত্বে রত আছেন।