আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যু ২


অনলাইন ডেস্কঃ অতি বৃষ্টিতে চট্টগ্রাম নগরে পাঁচলাইশ থানা এলাকায় পাহাড় ধসে বাবা ও এক শিশুসন্তানের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকাল সাতটার দিকে নগরের ষোলশহর রেলস্টেশন এলাকার আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলো— মো. সোহেল (৩৫) ও তার মেয়ে বিবি জান্নাত (৭ মাস)।

জানা গেছে, সকালে অতি বৃষ্টিতে পাহাড় থেকে মাটি ধসে নিচে ঘরের উপর পড়ে। তাতে একই পরিবারের চারজন চাপা পড়লে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পাহাড় ধসে আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তথ্যসূত্র: সিভয়েস২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর