নিজস্ব প্রতিবেদক:
চন্দনাইশের বরমায় ৫ মে শুক্রবার বরমা ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও বরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা. সিরাজুল ইসলাম কাজমীর ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ডা. সিরাজুল ইসলাম কাজমীর কবর জেয়ারত-ফাতেহা পাঠ ও মিলাদ, কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন, স্মরণ সভা ইত্যাদি।
জেয়ারত, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী আহমদ হোসাইন ও হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম। বরমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব দেবের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাকবিশিস নেতা কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বরমা কলেজ জিবি সদস্য বলরাম চক্রবর্ত্তী, বরমা প্রাথমিক বিদ্যালয় এসএমসি প্রাক্তন সভাপতি এডভোকেট এস এম ওসমান, বরমা কলেজ জিবি সদস্য ও আওয়ামীলীগ নেতা জামশেদ মোহাম্মদ গউস রিকন, বরমা কলেজ জিবির সদস্য মোহাম্মদ সেলিম, বরমা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু জাফর ও রাউলিবাগ মাদরাসার সহ-সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল। বক্তব্য রাখেন কেশুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজী আবুল কালাম আজাদ বাবু, মরহুমের পুত্র আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত কাজমী নোবেল, বরমা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সদস্য কাজী মাহমুদুর রহমান, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হারুন সওদাগর, কাজী আনিসুল ইসলাম, কাজী রেজাউল ইসলাম, দিদারুল ইসলাম, ডা. মৃনাল কান্তি ধর, চন্দন দাশ, স্বপন দাশ, মো. শাহাদাত হোসেন আয়াত, মনিরুল ইসলাম, নুর হোসেন, শিবু শীল, অজিত দেব প্রমুখ।
বক্তারা বলেন, ডা. সিরাজুল ইসলাম কাজমীর মত নির্লোভ, নির্মোহ, ত্যাগী ও নিভৃতচারী নেতা বর্তমান সমাজে খুবই কম। এদের মত মানুষকে মূলায়ন করলে সমাজে গুনীজন সৃষ্টিতে প্রেরণা পাবে।