চন্দনাইশ সংবাদদাতা:
চন্দনাইশ থানা আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর আস্থাভাজন সহচর, চট্টগ্রাম নাছিরাবাদ শোলকবহর ওয়ার্ড’র (৭২-৭৪) রিলিফ কমিটির চেয়ারম্যান, হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দনাইশ মরহুম ছালেহ আহমেদ কন্ট্রাক্টর’র ৩৯তম মৃত্যুবার্ষিকী ১৫ মে বুধবার পৌরসভার ৯নং ওয়ার্ড, গাছবাড়িয়া কমর আলী সিকদারপাড়ায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।
পালিত কর্মসূচির মধ্যে ছিল মরহুমের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন, কবর জেয়ারত ও মিলাদ, আলোচনা সভা ইত্যাদি।
মরহুমের জ্যেষ্ঠপুত্র শেখ মুজিবুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন কমর আলী সিকদারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু জাফর, মোহাম্মদ পারভেজ, সাগর সিকদার, মামুনুর রশীদ, মো. ইসলাম চৌধুরী, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মরহুমের পুত্র শেখ মো. রাসেল প্রমুখ।
Leave a Reply