আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত


আহসান উদ্দীন পারভেজ:

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের আমৃত্যু সিনিয়র সহ সভাপতি প্রয়াত জননেতা এডভোকেট সুলতান-উল-কবির চৌধুরীর নবম মৃত্যু বার্ষিকীতে বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্মরণ সভা জলদীস্থ গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলোন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জোবায়ের বলেন, সুলতান উল কবির চৌধুরী ছিলেন ন্যায় ও আদর্শের মূর্ত প্রতীক। তিনি এলাকার উন্নয়ন এবং সবার মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখেন।  তিনি ন্যায়-নীতির প্রশ্নে কোন অবস্থাতেই কাউকে ছাড় দিতেন না। দলের দুঃসময়ের কাণ্ডারী ছিলেন সুলতানুল কবির। নানা জুলুম-নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনো বিচ্যুত হননি বঙ্গবন্ধুর আদর্শ থেকে। সুলতানুল কবির চৌধুরী ছিলেন রাজনীতির আইডল। বাংলাদেশের রাজনীতিতে সুলতানুল কবির চৌধুরী চিরদিন অমর হয়ে থাকবে।

সভায় বক্তব্য রাখেন মরহুমের পুত্র বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব সাদলী এবং জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বাঁশখালীর প্রত্যেক ইউনিয়ন ও পৌরএলাকার বিপুল নেতাকর্মী যোগ দেন। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী তানজু।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর