আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে উদ্বোধন হল ডিসি কাপ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চট্টগ্রাম আন্তঃস্কুল “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) -২০২৪” পূর্ব জোয়ারাস্থ মাহবুব চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উদ্বোধন করা হয়। চন্দনাইশ উপজেলার হাইস্কুল সমুহের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দীন আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খালেদা আকতার চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এম শাহাদাত নবী খোকা, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এডভোকেট মো. দেলোয়ার হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, পৌরসভা যুবলীগের সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা অমর চৌধুরী, নিবু বড়ুয়া, কারাতে প্রশিক্ষক আবু সৈয়দ, ফুটবলার মোজাম্মেল হক, ক্রীড়া সংগঠক মো. আমিন প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় ও বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়। এতে ৬০ মিনিটের নির্ধারিত সময়ে খেলা গোলশুন্য অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৪-৩ গোলে জয়লাভ করে দোহাজারী জামিজুরী আহমদুর রহমান বিদ্যালয় জয়লাভ করে।

খেলায় ভাষ্যকার ছিলেন মাস্টার আবদুল মান্নান আজাদ কে এম আমিন উল্লাহ। পরিচালক (রেফারি) ছিলেন আমিনুল ইসলাম চৌধুরী।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর