প্রেস বিজ্ঞপ্তি >>>আমি সাংবাদিক ওসমান গনি, সাধারণ সম্পাদক, কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), চট্টগ্রাম বিভাগীয় শাখা। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করার আগ্রহ থেকেই এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা।ইতিপূর্বে আমি উক্ত সংঘটনের চট্টগ্রাম (দক্ষিণ) জেলা শাখার সিঃ সহসভাপতির দায়িত্বে ছিলাম। দীর্ঘদিন উক্ত সংঘটনের সাথে সম্পৃক্ত থেকে ও কাজ করতে গিয়ে দেখেছি যে এটি একটি নাম ও প্যাড সর্বস্ব সংগঠন, এখানে নামের সাথে কাজের খুব একটা মিল নেই এবং সংগঠনের নাম ও কার্ড বেচে টাকা নেয়া ছাড়া সুনির্দিষ্ট ও জনকল্যাণমুখী কোন লক্ষ্য, উদ্দেশ্য ও কর্ম পরিকল্পনা নেই। সর্বোপরি সংগঠনটির কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি- সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদের সদস্যদের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার সুনির্দিষ্ট কোন মাপকাঠি নেই।জনৈক ডিজাইনার সবুজ রায়হান সংগঠনটির আমৃত্যু 'মহাসচিব'। তার একক কর্তৃত্বে ও সিদ্ধান্তে চলে সংগঠনটি। তার সিদ্ধান্তই এখানে চুড়ান্ত। যার ফলে ঠুনকো অভিযোগে কার্ড বাতিল করে একই পদে কিছুদিন পরপরই নতুন নতুন লোক সংগ্রহ করেন তিনি।এ সংগঠনের সদস্য হওয়ার জন্য শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার সুনির্দিষ্ট কোন মাপকাঠি নাই, যেকোন লোককে সদস্য বানিয়ে, কার্ড বিক্রি করে মহাসচিবকে টাকা সংগ্রহ করে দেয়াই এখানে বড় যোগ্যতা। যার ফলে টাকা দিয়ে কার্ড কিনে পদপদবী ধারী হয়ে যাচ্ছে নীতিনৈতিকতাহীন ও দুশ্চরিত্রের বহু লোক। মাদকদ্রব্য বেচাকেনার অভিযোগে অভিযুক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লিল ভিডিও ভাইরাল হওয়া লোকও টাকা দিয়ে কার্ড কিনে পদাসীন আছে এখানে।সার্বিক বিবেচনায় লক্ষ্যউদ্দেশ্য হীন, নাম সর্বস্ব এমন একটি সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা সমীচীন মনে করছি না।এমতাবস্থায় কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক থেকে আমি এই মুহুর্তে পদত্যাগ করলাম।