সিপিডিএল চেয়ারম্যান আবুল হোসেন চৌধুরীর ইন্তেকালসিপিডিএল পরিবারের চেয়ারম্যান আবুল হোসেন চৌধুরী শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….........রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়–স্বজন রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাযা আজ শনিবার সকাল ১০টায় জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাযা বাদ যোহর আনোয়ারার শিলাইগড়া মিয়া বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে। মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার চৌধুরী। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মরহুম আবুল হোসেন চৌধুরী সিপিডিএল প্রেসিডেন্ট ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনের পিতা। প্রেস বিজ্ঞপ্তি