আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলার আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, হেফজখানা ও এতিমখানায় ইফতার সামগ্রী দিয়েছে কক্সবাজার জেলা পরিষদ। সোমবার (১১ মার্চ) জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, সদস্য শহিদুল ইসলাম মুন্না, সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন ও উচ্চমান সহকারী বখতিয়ার হোসেন প্রমুখ।
আরও পড়ুন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু উদ্যোগে মাদ্রাসা ও এতিম খানায় ইফতার সামগ্রী বিতরণ
এ প্রসঙ্গে আলাপকালে জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল চাটগাঁর সংবাদকে বলেন, ‘আত্মমানবতার সেবায় জেলা পরিষদ সবসময় বদ্ধপরিকর। বিভিন্ন সেবা খাত থেকে পবিত্র মাহে রমজানে মানবতার পাশে দাঁড়াতে পেরে আল্লাহর কাছে শোকরিয়া প্রকাশ করছি।’