আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

কক্সবাজার সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হচ্ছেন রশিদ মিয়া!


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। আজ বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র বাছাইকালে তার মনোনয়ন বৈধ হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। তিনি ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়ার মরহুম নবাব মিয়ার সন্তান।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ষষ্ঠ উপজেলা নির্বাচনের ১ম ধাপে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিলো সোমবার (১৫ এপ্রিল)। ওইদিন পর্যন্ত পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কেবল মাত্র একটি মনোনয়নপত্রই দাখিল হয়েছে, আর সেটি ছিলো রশিদ মিয়ার।

আরও পড়ুন ষষ্ঠ নির্বাচন: চট্টগ্রাম বিভাগে তৃতীয় ২৫ চতুর্থ ৯ পঞ্চম ধাপে ৮ উপজেলায়

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল, ২২ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপজেলায় জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। এখানে মোট ভোটার ২ লাখ ২২ হাজার ৯৯৬জন। তন্মধে ১ লাখ ১৯ হাজার ২৯৪জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৩ হাজার ৭০২জন মহিলা ভোটার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর