আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বলীখেলা ও বৈশাখী মেলা বিষয়ে সংবাদ সম্মেলন

কক্সবাজার ডিসি সাহেবের বলীখেলা ও বৈশাখি মেলা ১০ মে শুরু


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হচ্ছে ডিসি সাহেবের ৬৯তম বলী খেলা ও বৈশাখি মেলা ২০২৪। এ উপলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বলী খেলা ও বৈশাখি মেলা উদযাপন পরিষদের সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন কবির।

আরও পড়ুন কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে মাঠে ৪ প্রার্থী

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ রাশেদ হোছাইন নান্নু, সদস্য পরেশ কান্তি দে, আলীরেজা তসলিম ও খালেদ মোহাম্মদ আজম বিপ্লব প্রমুখ।

উল্লেখ্য, এবারে বসবে ৬৯ তম আসর। এতে দেশ-বিদেশের নামকরা বলিরা অংশগ্রহণ করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর