ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ এর নেতৃবৃন্দ ফটিকছড়ি থেকে নব- নির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে মতবিনিময় করেন। উক্ত মত-বিনিময় অনুষ্ঠানে নব- নির্বাচিত এম.পি জনকল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি মাদক এবং সন্ত্রাসমুক্ত একটি মডেল ফটিকছড়ি করার জন্য নিরলসভাবে কাজ করে যাব।
এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সংগঠনের সভাপতি এস এম নজরুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ চৌধুরী, যুগা সাধারন সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান আজাদ, প্রচার সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা প্রমুখ।