ওসমান হোসাইন, কর্ণফুলীঃ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
কর্ণফুলী উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মজ্জ্যারটেক চত্বরে এ গণসংবর্ধনা দেওয়া হয়।
এসময় ওয়াসিকা আয়শা খান বলেন, ‘আমি আপনাদেরই মেয়ে, আপনারা শুধু আমাকে দোয়া ও আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের দোয়া নিয়ে দেশ ও জনগণের সেবা করতে পারি। যারা আমাকে সহযোগিতা করছেন তারাই আমার বড় শক্তি।’
আরও পড়ুন দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ
দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শিকলবাহা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া-১২ আসনের সাংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ডা. নাসির উদ্দীন মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলী, সদস্য সালা উদ্দিন শাকিব, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ইমরান, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোয়ালখালীর পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস এম সালেহ, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন মাইজভান্ডারি প্রমুখ।
প্রসঙ্গত, ওয়াসিকা আয়শা খান এর বাবা আতাউর রহমান খান কায়সার ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম এই সংগঠক আমৃত্যু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ওয়াসিকা আয়শা খান ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ নম্বর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।