অনলাইন ডেস্কঃ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের ছুটি কমিয়ে আইন সংশোধনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সিটি কর্পোরেশনের মেয়াদ শেষের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার যে বিধান আগে ছিলো তা সংশোধন করে ৯০ দিন বা তিন মাসের মধ্যে নির্বাচনের আইন চূড়ান্ত হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে জানিয়েছেন ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত এ আইনে আগে সিটি কর্পোরেশনের নারীকর্মী ও কাউন্সিলররা যে তিন মাস ছুটি ভোগ করতে পারতেন এখন থেকে তারা সেটির পরিবর্তে এক মাস ছুটি পাবেন।’
তিনি জানান, ‘সিটি কর্পোরেশনের কাউন্সিলররা বিদেশে থাকলে পাশ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলররা দায়িত্ব পালন করতেন। এখন থেকে কাউন্সিলররা দেশের বাইরে থাকলে সংরক্ষিত আসনের কাউন্সিলর দায়িত্ব পালন করবেন।’
আরও পড়ুন নারীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়বে চসিক
মাহবুব হোসেন আরো বলেন, ‘আগে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষের ১৮০ দিনের নির্বাচন করার বিধান ছিল। এখন মেয়াদ শেষের ৯০ দিন বা তিন মাসের মধ্যে নির্বাচন করার বিধান রাখা হয়েছে। তিনি বলেন, বর্তমান আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়াদ হবে ৫ বছর। নির্বাচনের পর নতুন মেয়র ও কাউন্সিলররা ১৫ দিনের মধ্যে শপথ নেবেন এবং শপথ নেওয়ার পর আগের কর্পোরেশন বাতিল হয়ে যাবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বর্তমান আইনে সিটি কর্পোরেশনের স্থায়ী কমিটি গঠনের ক্ষমতা বাড়ানো হয়েছে। আগে সিটি কর্পোরেশন ১৪টি কমিটি গঠন করতে পারতো। এখন আরো সাতটি কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন তারা ২১টি স্থায়ী কমিটি গঠন করতে পারবে। এখন থেকে সিটি কর্পোরেশনে সচিব বলে কোন পদ থাকবে না। তিনি (সচিব) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিত হবেন।’
তিনি বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে। আগে ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ সিটি কর্পোরেশন করত। এখন থেকে এই কাজটি সরকার করবে।
এছাড়া সিটি কর্পোরেশন গঠিত হলে কর্পোরেশনের এরিয়া তফসিলভূক্ত করা হতো। এখন থেকে তা গেজেট দ্বারা নির্ধারন করা যাবে। তফশিলে মশক নিধন ও পানি নিষ্কাশন বা জলাবদ্ধতা নিরসনে কাজ করার বিষয়টি অর্ন্তভূক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
তথ্যসূত্র: বাসস
Leave a Reply