মফিজুর রহমান, সাতকানিয়াঃ শিক্ষার গুণগত মানোন্নয়নে সমন্বিত প্রচেষ্ঠা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী। সোমবার (১১ মার্চ) উপজেলা প্রাথমিক শিক্ষা কমপ্লেক্সে সাতকানিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল আবছার চৌধুরী বলেন, ‘করোনা পরবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়ায় শিক্ষার গুণগত মানোন্ন্নয়নে শিক্ষক অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ বলেন, ‘শিক্ষা প্র্রতিষ্ঠানগুলোতে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করতে হবে। এতে শিক্ষার্থীরা দেশের সঠিক ইতিহাস জানতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. রাসেল, প্রধান শিক্ষকদের মধ্যে যথাক্রমে এনামুল হক চৌধুরী, শিহাব উদ্দিন মো. ইউছুপ, অসীম বিশ্বাস, উত্তম চক্রবর্তী, হোসনে আরা বেগম, নাজমীন আক্তার প্রমুখ।