আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক মো. সিরাজুল ইসলাম (৩৮) ও মীরসরাই ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন গ্রেপ্তার

মীরসরাইয়ে যুবদলের আহবায়ক ও ছাত্রদলের সদস্য সচিব গ্রেপ্তার


শিহাব উদ্দিন শিবলু, মীরসরাইঃ উপজেলার জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক মো. সিরাজুল ইসলাম (৩৮) ও ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ। সোমবার মধ্যরাতে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিরাজ জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত জামশেদ আলমের পুত্র। ফরহাদ মীরসরাই পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত নুরুল আবছারের পুত্র।

আরও পড়ুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির মিছিল, টায়ারে আগুন

ইতোমধ্যে তাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ‘সিরাজ ও
ফরহাদকে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। বুধবার (২৮ নভেম্বর)
দুপুরে দুইজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর