প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নবনির্মিত শেখ রাসেল শিশুপার্ক সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শিশু পার্কটির উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। সেই সাথে শিশু কিশোর ও সর্বসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার চেয়ারম্যান রেজাউল করিম, বোয়ালখালী উপজেলার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বোয়ালখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন, বোয়ালখালীর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ। উল্লেখ্য, বোয়ালখালী শেখ রাসেল শিশুপার্কটি নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেন বোয়ালখালী উপজেলার নির্বাহী (ইউএনও) মোহাম্মদ মামুন।
এর আগে গত ২৩ অক্টোবর ত চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বোয়ালখালী উপজেলায় শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন সুইমিংপুল উদ্বোধন করেন।