আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মক্কা বিজয় একটি ঐতিহাসিক বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


১৮ রমজান, ২৯ মার্চ ২০২৪, জুমাবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ আর.বি কনভেনশন হলে ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)-এর মক্কা বিজয় ঐতিহাসিক বিশ্লেষণ’ শীর্ষক একটি সেমিনার ও নির্যাতিত ফিলিস্তিনীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আন্তার্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স.) মুতয়াল্লি কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ ও বাঁশখালী বড় হুজুরের শাহজাদা মাওলানা জুবায়ের’র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও রহমাতুলল্লিল আলামীন (সঃ) রিসার্চ একাডেমী এর চেয়ারম্যান ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী। মুহাম্মদ সোয়েব হোসেন ফারুকী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুচ ছালাম এমপি। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সেকান্দর চৌধুরী। সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান সাইয়েদ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়’র পরিচালক প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. বদিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রফেসর ড. শফিকুল ইসলাম, চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টাস মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, গারাংগিয়া ইসলামী কামিল অনার্স-মাস্টাস মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজীম, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালে মুহাম্মদ ছলিমুল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, একাডেমীর সদস্যসচিব মুহাম্মদ এনায়েত করিম চৌধুরী।

বক্তারা বলেন হযরত মোহাম্মদ (সা.)’র আদর্শ ও বিচক্ষণতা বর্তমান বিশ্বে জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। মহানবী (সা.) সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি নারীর মর্যাদা ও অধিকার, শ্রমের মর্যাদা এবং মনিবের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ভাষায় দিকনির্দেশনা দিয়েছেন। বিদায় হজ্বের ভাষণ সমগ্র মানবজাতির জন্য চিরকালীন দিশারী হয়ে থাকবে। বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান ‘মদীনা সনদ’ ছিল মহানবী (সাঃ)’র বিজ্ঞতা ও দূরদর্শিতার প্রকৃষ্ট দলিল। এ দলিলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সর্বজনীন ঘোষণা রয়েছে। ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সা.)’র শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তার জীবনাদর্শ আমাদের সকলের জীবনকে আলোকিত করুক, আমাদের চলার পথের পাথেয় হোক, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদেরকে মহানবী (সাঃ)’র সুমহান আদর্শ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দিন।’ অনুষ্ঠানে দেশবরেণ্য বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, আইনবিদ ও ইসলামিক স্কলার উপস্থিতে রহমাতুললিল আলামীন (স.) রিসার্চ একাডেমির পরিচালক ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদীর দোয়া মোনাজাত এর মাধ্যমে মাহফিলের সমাপ্ত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর