আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ভিয়েতনামের অনারারী কনস্যুল নিযুক্ত হওয়ায় নিসচার আবু তৈয়বকে সংবর্ধনা


অনলাইন ডেস্কঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব ভিয়েতনামের কনস্যুল নিযুক্ত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হল এ সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ, বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা।

নিসচার চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহিরা এয়ার এভিয়েশনের চেয়ারম্যান লায়ন আবদুল মান্নান, এনআরসি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আরশাদুর রহমান, দৈনিক নয়া বাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হীরু।

আরও পড়ুন চট্টগ্রামের সড়ক নিরাপদ করতে সমন্বিত উদ্যোগের আহ্বান মেয়রের

বক্তারা বলেন, এস এম আবু তৈয়ব ব্যবসা এবং সমাজসেবাসহ নানাক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। নতুন দায়িত্বের মাধ্যমে ভিয়েতনামের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কন্নোয়নেও তিনি কাজ করবেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ব্যাংকার মোন্তাজির মাহমুদ জিসান, সামাজিক সংগঠক নেচার খান, নোমান উল্লাহ বাহার, মো. সেলিম উদ্দিন সানী, জি এম তৌফিক, সিনিয়র রোভার মেট পারভেজ সরকার, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, মোজাম্মেল হক, নিসচার নগর কমিটির সহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল লিটন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. টিপু শীল জয়দেব, সাংবাদিক আরিচ আহমেদ শাহ, মুহাম্মদ আহসান হাবিবুল আলম, রেবা বড়ুয়া, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, পরিবহন শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর