অনলাইন ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার সমর্থকরা।
ছবি: ড. নদভীকে বিমানবন্দরে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ
আরও পড়ুন বন্যা দুর্গতদের মাঝে এমপি নদভী’র নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, উপ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, সাতকানিয়া উপজেলা আ. লীগের সিনিয়র সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চোধুরী, জসীম উদ্দিন, আনম সেলিম চৌধুরী, এরফানুল করিম চৌধুরী, রফিক আহমদ চৌধুরী , নজরুল ইসলাম মানিক, লিয়াকত চেয়ারম্যান প্রমুখ।
প্রসঙ্গত, ড. নদভী ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ আসনে তিনি এবারসহ পরপর তিনবার আ. লীগের মনোনীত প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।
Leave a Reply