অনলাইন ডেস্ক
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আর.এফ বির্ল্ডাস লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক, শিক্ষানুরাগী, সমাজসেবক হাজী দেলোয়ার হোসেন রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় চাটগাঁর সংবাদ পত্রিকা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছে পত্রিকার সম্পদক-প্রকাশক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী। এসময় আরো শুভেচ্ছা জানানো হয় কো-চেয়ারম্যান মোহাম্মদ মোর্শেদুল হাসান ও রিজিওনাল মেম্বার সৈয়দ এরফানুল আলমকে। রিহ্যাব কর্মকর্তা, কর্মচারী ও সামাজিক সংগঠনেরনেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যক্তি জীবনে হাজী দেলোয়ারের ৯টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন তিনি। সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করে একটি গণমাধ্যম পরিচালনাও করছেন তিনি। বর্তমানে তার পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলো- আর.এফ বিল্ডার্স লিঃ, আর.এফ প্রোপার্টিস লিঃ, ওয়ার্ল্ড বীচ ডেভলপমেন্ট লিঃ, ওয়ার্ল্ড বীচ রিসোর্ট লিঃ (কক্সবাজার), সিটি সেন্টার (কেরানীহাট), ফয়সাল অ্যান্ড ব্রাদার্স, ট্রিটমেন্ট হাসপাতাল প্রাইভেট লিঃ, সৌদি বাংলা হাসপাতাল (কেরানীহাট), দৈনিক এই বাংলা মিডিয়া লিঃ।
এছাড়া রাজনীতিক ও সামাজিক পর্যায়েও রয়েছে তার সাবলীল পদচারণা। সাম্প্রতিকালে তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্টর কমান্ডার ফোরামের সাবেক সহ-সভাপতি এবং সাতকানিয়া পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়, পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পশ্চিম গাটিয়াডেঙ্গা বায়তুল রহমত জামে মসজিদ, পশ্চিম গাটিয়াডেঙ্গা শাহ আজম গড়ি (রা.) এতিমখানা, পর্যটন রিয়েল এস্টেইট অ্যান্ড হাউজিং অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (প্রিহ্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি, পশ্চিম গাটিয়াডেঙ্গার আল আকসা জামে মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সদস্য তিনি। সাতকানিয়া লোহাগাড়া সমিতির এই আজীবন সদস্য টেরীবাজার ব্যবসায়ী সমিতি, সাতকানিয়া সমিতিরও আজীবন সদস্য। এগুলোর পাশাপাশি মানব অধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উপদেষ্টা, লায়ন ক্লাব অব চিটাগাং অগ্রনীর প্রেসিডেন্ট, বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির (চট্টগ্রাম) উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন তিনি।