অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মঈনুদ্দীন চৌধুরী।
আরও পড়ুন পুনরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে পূণরায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নিয়োগ দেওয়ায় সাতকানিয়া চরতী ইউনিয়নের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে এ দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে চরতীবাসী সর্বদা সহযোগী হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, মঈনুদ্দীন চৌধুরী সাতকানিয়া চরতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বজল আহম্মদ চৌধুরীর সন্তান। তিনি সাতকানিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য, চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ মক্কা সৌদি আরবের সাবেক সহ-সভাপতি।
Leave a Reply