আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সম্মেলন

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সম্মেলন


নিজস্ব প্রতিবেদক: বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা এবং সমাবেশ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৮ জুলাই) এ উপলক্ষে সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে শেষ হয়।

এসময় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ, দক্ষিণ জেলা স্বেচ্ছা সেবক লীগ, দক্ষিণ জেলা ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুল এখন আগের মতো কথা বলেনা, তার কণ্ঠ এখন আগের মতো নেই। তার জায়গায় এখন মুখপাত্র হয়েছেন আমীর খসরু। বিষয়টা বুঝতে হবে।

শেখ হাসিনা ছাড়া আর কোনো নির্বাচন বাংলাদেশে হবেনা উল্লেক করে তিনি আরো বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত ১৫ বৎসর যাবত অক্লান্ত পরিশ্রম করে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। তিনি এখন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, উনি বিশ্বনেত্রী।’

সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘নির্বাচন যখন ঘনিয়ে আসে, জনগণ কতৃক প্রথ্যাখ্যিত একটি দল যারা জঙ্গি সন্ত্রাসকে মদদ দিচ্ছে, যাদের রাজনীতি হচ্ছে খুন সন্ত্রাস আর দুর্নীতির।’

বিএনপি জামায়াত সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করতেছে অভিযোগ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশকে যেভাবে আজ এক অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে গেছেন, সে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে জয়ী করানো ছাড়া বিকল্প নাই।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর