আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অধ্যক্ষ আলহাজ্ব মফিজুল আলমের মৃত্যু, শোক প্রকাশ


চন্দনাইশ বরমা ইউনিয়নের আলহাজ্ব ছাবের মাস্টারের পুত্র এবং তথ্য কমিশনার, রেজিস্ট্রেশন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক, মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালের সাবেক রেজিস্ট্রার, সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আলহাজ্ব মো. শহীদুল আলম ঝিনুকের বড় ভাই চুয়েট স্কুল এণ্ড কলেজ ও দিলোয়ারা জাহান কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মফিজুল আলম গতকাল ২৮ জুলাই ২০২৪, রোববার চট্টগ্রাম নগরীর বাসায় মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহে——- রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বৎসর। তিনি স্ত্রী ও একমাত্র ডাক্তার কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দীন আহমেদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল ইসলাম, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, বরমা বৈশাখী মেলা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরকল ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহীম, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, সাবেক চেয়ারম্যান মো. নুরল ইসলাম, বরমা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সদস্য গোলাম সরওয়ার, কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দীন, বরমা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শহিদুল আজম কাজমী, সাধারণ সম্পাদক গাজী মো. সালাউদ্দীন প্রমুখ।

তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর