অনলাইন ডেস্ক
চন্দনাইশ উপজেলার ১ নম্বর কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস শুক্কুর কোম্পানী (৬০) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার বিকেলে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ——- রাজিউন)। উল্লেখ্য, কয়েকদিন আগে তিনি স্ট্রোক করে চট্টগ্রাম শহরের পার্কভিউ হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে যান।
আবদুস শুক্কুর চেয়ারম্যানের মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, পৌর মেয়র-ইউপি চেয়ারম্যানবৃন্দ, চন্দনাইশ প্রেসক্লাব-দোহাজারী প্রেসক্লাব-বরমা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply