আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসিতে সিসিই বিভাগের সেমিনার অনুষ্ঠিত

আইআইইউসিতে কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার অনুষ্ঠিত


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিসিই) বিভাগের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিভাগের একাডেমিক ভবনে অনুষ্ঠিত এ সেমিনারের বিষয় ছিলো ‘চতুর্থ শিল্পবিপ্লবে কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিসিই) এর শিক্ষার্থীদের ভূমিকা’।

সিসিই ক্লাবের অনুপ্রেরণামূলক এ সেমিনারের আয়োজনের মূল লক্ষ্য ছিলো শিক্ষার্থীদের প্রফেশনাল পর্যায়ে যুক্ত হওয়ার দক্ষতা উন্নয়ন করা।

সেমিনারটিতে প্রধান অতিথি ছিলেন সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজু আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন মিরাজ আহমেদ জাহেদি (১ম ব্যাচ, সিসিই)। সেমিনারে সভাপতিত্ব করেছেন ডিপার্টমেন্টের এ্যাসিসট্যান্ট প্রফেসর এবং সিসিই ক্লাব প্রেসিডেন্ট আমানুল হক।

আরও পড়ুন আইআইইউসির আইন বিভাগের ৩৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা

সিসিই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উপস্থিতি সেমিনারটিকে প্রানবন্ত করে তোলে। সেমিনারে মিরাজ আহমেদ জাহেদি তার ২০ বছরের কর্মজীবনের মূল্যবান অভিজ্ঞতা, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গী সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

এতে সিসিই ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ সাইফুদ্দিন, ইঞ্জিনিয়ার জিয়াবুল হক, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির এবং ইঞ্জিনিয়ার হাসান জাকি।

সেমিনার শেষে সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও ক্লাব প্রেসিডেন্ট মিরাজ আহমেদ জাহেদির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে সিসিই ক্লাবের প্রেসিডেন্ট আমানুল হক অনুষ্ঠানের প্রধান বক্তা, উপস্থিত সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর