-
- আইন আদালত, চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম
- সাতকানিয়ায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে থানায় অভিযোগ
- আপডেটের সময় : আগস্ট, ২৫, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ
- 50 বার ভিউ
সাতকানিয়া প্রতিনিধি >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে তাদের কাছে রক্ষিত অবৈধ অস্ত্র উদ্ধারপুর্বক এলাকায় শান্তি শৃংখলা রক্ষা করতে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেছে জনৈক মোহাম্মদ ইসমাইল উদ্দিন।৫ আগস্ট’২৪ ইং সোমবার বাদী ইসমাইল উদ্দিন উপজেলার পুরানগড় ইউনিয়নের ১৫ জনের নাম উল্লেখ করে তাদের কাছে অবৈধ অস্ত্র আছে এবং সে অস্ত্র দিয়ে তারা নিয়মিত এলাকায় ত্রাস সৃষ্টি করে নিরীহ মানুষদের হয়রানী ও নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেন। অভিযুক্ত সবাই উপজেলার পুরানগড়ের বাসিন্দা। তারা হচ্ছেন, শাহ নেওয়াজ (৪৫) পিতা: মৃত মোহাম্মদ আলী, সাইফুদ্দীন চৌধুরী,(৪০) পিতা: মফজল আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম(৪০) পিতা: আবদুল আলিম পেছু, সহ ৮২ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন। সর্বসাং ১৪ নং পুরানগর ইউনিয়ন, উপজেলা:সাতকানিয়া,জেলা:চট্টগ্রাম।অভিযোগে বাদী ইসমাইল উদ্দিন বলেন বিবাদীগং সবাই পুরানগর ইউনিয়নের এক ওয়ার্ডের লোক হয়।বিবাদীরা সদ্য পতিত স্বৈরশাষকের প্রভাব কাটাইয়া এবং তাদের উর্ধ্বতম নেতাকর্মীদের আশ্রয় পশ্রয়ে ১৪ নং পুরানগর ইউনিয়নের কেটে-খাওয়া নিরীহ মানুষদের কে নির্যাতন অত্যচার, নিপীড়ন,চাদাঁবাজী, জোরপূর্বক ভূমি দখল করিয়া আসিতেছে।বাদীগন আরো জানান বিবাদীগণ বাদীগনকে জামাত,শিবির, বিএনপি আখ্যায়িত করে দেশীয় অস্ত্র, রাম দ্যা, ছুরি সহ সন্ত্রাসী বাহিনীরা বাদীগনের বাড়ী লুটপাঠ ও ভাংচুর করে এবং আমাদের ভাড়াটিয়া মো: আবুর একটি মুদির দোকানে হামলা করে মাল পত্র, টাকা পয়সা সবকিছু হাতিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীদের প্রত্যেকের বাড়ীতে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র,চুরি,রাম দ্যা লুকায়িত আছে। এমতাবস্থায় ১৪ নং পুরানগর ইউনিয়ন বাসীর জান-মাল রক্ষার্থে উক্ত বিবাদীগণের বাড়ীতে তল্লাশি করে দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করে শাস্তির আওতায় আনার বিশেষ প্রয়োজন পড়েছে বলে জানান।এই বিষয়ে সাতকানিয়া থানার সার্কেল শিবলি নোমান বলেন।আমরা অভিযোগ পেয়েছি পরিস্থিতির স্বাভাবিক হলেই আমরা তদন্ত পূর্বক অস্ত্র উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করব।সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মিল্টন বিশ্বাস বলেন।যেকোনো সমস্যা উদঘাটনে আমরা সেনাবাহিনী কে দিয়ে ব্যবস্থা নিচ্ছি।পুরানগড় ইউনিয়নের অবৈধ অস্ত্র উদ্ধারের এই অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
Leave a Reply