সারাদেশে শৈত্যপ্রবাহ আরো বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্প্রতি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতে তাপমাত্রা কমে যাওয়ায় মাঝারী থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।
পূর্বাভাসে আরো জানানো হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। চট্টগ্রামের শহরাঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তথ্যসূত্র: বাসস