আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সমবায় ব্যাংক

‘আন্দরকিল্লায় হচ্ছে সমবায় ব্যাংকের বহুতল ভবন’


কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বহুতল ভবনটি চট্টগ্রামের আন্দরকিল্লায় নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর থিয়েটার ইন্সটিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ব্যাংকের ভবন নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি দ্রুত কাজ শুরু করতে পারবো।

চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সহকারী পরিদর্শক মৃত্যুঞ্জয় দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সরকার মনোনীত সদস্য মোহাম্মদ সাজ্জাদ, সদস্য মুজিবুর রহমান, শওকত আলী, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ এরফানুল হক প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর