আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দোহাজারীতে পিকআপ-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ ফরহাদ (২৬) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকাল পৌণে ৩টার সময় দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকার অদূরে জাছিম কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ ফরহাদ সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার আবু তালেবের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পটিয়া থেকে কেরানিহাটমুখী একটি সিএনজি অটোরিকশার সাথে চট্টগ্রামমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালক মোঃ ফরহাদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. উর্মি চক্রবর্তী ফরহাদকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর