চাটগাঁর সংবাদ ডেস্কঃ বিজ্ঞ ও শিক্ষানবীশ আইনজীবীদের সদস্য পদ দেয়া শুরু করেছে চট্টগ্রাম ল’ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (সিএলজিএ)। এ কার্যক্রম চলবে আগামি ৩০ আগস্ট পর্যন্ত।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক এড. মোহাম্মদ কামাল উদ্দিনের পাঠানো বিবৃতি থেকে জানা গেছে, সোমবার (১৪ আগষ্ট) বিকালে চট্টগ্রাম কোর্ট
বিল্ডিংয়ের আইনজীবী ভবনের হিলটপ রেস্টুরেন্টে সিএলজিএ’র নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৩ এর উদ্বোধন করা হয়।
চট্টগ্রামের সরকারি, বেসরকারী বিশ্ববিদ্যালয় ও আইন কলেজ থেকে সনদ অর্জনকারীদের সদস্য পদ দিয়ে থাকে সংগঠনটি।
সংগঠনের সভাপতি এডভোকেট মাকসুদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবুল কাশেমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ. এস. এম বজলুর রশিদ মিন্টু, সাবেক সভাপতি এড. মো. এনামুল হক, চট্টগ্রাম মহানগর পি.পি এড. আবদুর রশিদ, সিএলজিএ’র প্রধান উপদেষ্টা ও স্পেশাল পি.পি এড. মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এড. আবদুল হক, সিএলজিএ’র উপদেষ্টা এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, এড. ফয়েজ উদ্দিন চৌধুরী, এড. শহীদুল আলম।
এছাড়াও অতিথি ছিলেন এড. জাফর ইকবাল মিন্টু, এড. মাহাবুবুল আলম, এডভোকেট টি.আর খান, এড. সুব্রত শীল রাজু, এড. রাশেদুল ইসলাম রাশেদ, এড. আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান, শফিউল আলম টিপু, সৈয়দ মাহমুদুর রহমান মামুন, এড. মোহাম্মদ হাসান, সদস্য সংগ্রহ উপ-কমিটির আহবায়ক এড. কামাল উদ্দিন খাঁন, যুগ্ম আহবায়ক এড. শাওন বনিক, সদস্য সচিব এড. এনায়েতুল করিম, সদস্য এড. এমরান হোসেন, সদস্য আরিকা মাইশা প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কেক কেটে ও নতুন সদস্যদের সদস্য ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
Leave a Reply