অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের অন্যতম সংগঠক মোহাম্মদ মাসুদ আর নেই। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৩ বছর।
আরও পড়ুন কারাগারে মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন
তার অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, কোতোয়ালী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, সদস্য সচিব মোহাম্মদ হাসান, যুবদল নেতা মোহাম্মদ আলী হোসেন, জাতীয়তাবাদী হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বিপ্লব চৌধুরী বিল্লু, রিপন দেব, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহমেদ শেহেতাব, যুবদল নেতা রুবেল, শরিফুল ইসলাম শিমুল, মোহাম্মদ সুমন, মামুন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।