চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার (২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রেনে এ ঘটনা ঘটে। আহত জাহিদ হোসেন সাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।
তিনি বলেন, চারটার ট্রেন অক্সিজেন এলাকা ক্রস করার সময় রেললাইনের পাশ থেকে কয়েকটা ছেলে পাথর নিক্ষেপ করে। জানালার পাশে বসায় একটি পাথর আমার মাথায় লাগে। এ সময় মাথা ফেটে রক্তক্ষরণ হয়। আমার পাশে থাকা আরেকজনের মুখেও পাথরের আঘাত লাগে।
সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা খোঁজ নিয়েছি। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪