চট্টগ্রামের গির্জাগুলোতে বড়দিন উপলক্ষে চলছে সমবেত প্রার্থনা। আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় পাথরঘাটার পবিত্র জপমালা রানির গির্জায় প্রার্থনা পরিচালনা করেন ফাদার লেনার্ড সি রিবেরু। একই সময়ে জামালখানে নির্মলা মারিয়ার গির্জায় ইংরেজিতে উপাসনা পরিচালনা করেন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার।
এছাড়া নগরীর ফিরিঙ্গীবাজার গির্জা, জামালখান এ জি চার্চ, লাভ লেন গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি ক্রিসমাস ট্রি ও প্রতীকী গোশালা তৈরি করে প্রার্থনা করা হয়েছে। সেখানে চলছে প্রার্থনা ও কীর্তন। পাশাপাশি ধর্মীয় গান পরিবেশন করা হচ্ছে।
বিকালে আর্চবিশপ হাউস প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে সুধী সমাবেশ। বড়দিন উপলক্ষে বন্দর নগরীর গির্জাগুলোর নিরাপত্তায় সিএমপি’র ১৬ থানার অধীনে চেকপোস্ট ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply