অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকৌশল চ্যালেঞ্জ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কতৃপক্ষের সাথে আলোচনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ)। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে প্রেজেন্টেশন সভায় এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন কারিগরি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আরও পড়ুন দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, সিডিএতে চসিকের প্রতিনিধি কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, কাউন্সিলর নাজমুল হক ডিউক, মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, মেয়রের কারিগরি পরামর্শক মো. আবদুস সবুর, সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমানসহ চসিক ও সিডিএ’র কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply