আজ ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের খুলশীতে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের সামনে প্রেমিকাকে দলবেঁধে গ্যাংর‍্যাপের ঘটনা ঘটেছে। খুলশি থানার সামনের পরিত্যাক্ত একটি ভবনে দলবেঁধে ধর্ষনের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানিয়েছে খুলশি থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম আবুল কালাম(২৮)।২৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষিত প্রেমিক ও তার প্রেমিকাকে উদ্ধারকারী কয়েকজন বলেন, এলাকার ছোট এক ছেলের কাছ থেকে খবর পেয়ে এলাকার কয়েকজন রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ভিন্ন ভিন্ন রুম থেকে এক কিশোর ও এক কিশোরীকে উদ্ধার করে। এসময় তারা বলেন, কুমিল্লা থেকে চট্টগ্রামে বেড়াতে এসেছিল তারা। পাহাড়তলী স্টেশনে রাত ১০টার দিকে ট্রেন থেকে নামার পর একবার হেনস্তার স্বীকার হন তারা। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানায়। পরে তারা খুলশী রেলগেট এলাকায় এলে তাদের নিরাপদে রাখার কথা জানিয়ে পাঁচজন যুবক এ পরিত্যাক্ত ভবনে নিয়ে আসে। সেখানে কিশোরকে একটি কক্ষে আটকে রেখে অন্য একটি কক্ষে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে জানায় কিশোর- কিশোররা। সারারাত আটকে রেখে ধর্ষকরা কিশোরীকে ধর্ষনের পর মঙ্গলবার সকালে আটকে রাখা কিশোর-কিশোরীকে পর্যবেক্ষণ করতে এসে ধরা পড়ে আবুল কালাম। আটকের পর সে জানায়, এ ঘটনায় তারা পাঁচজন ছিল। ঘটনার সময় খুলশী এলাকার রিকশাচালক মুন্সিও ছিলেন বলে জানায়।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রিইসিস সেন্টারে পাঠানো হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর