অনলাইন ডেস্কঃ ১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী নগরীরর সিআরবিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলো চট্টগ্রাম ওয়াইএমসিএ। সম্প্রতি এ পরিষ্কার কর্মসূচী ও সচেতনতামূলক ক্যাম্পইন পরিচালনা করা হয়।
কার্যক্রমে সদস্য-সদস্যাবৃন্দ সিআরবির শিরীষতলাসহ আশপাশের এলাকা পরিষ্কার করেছেন। এছাড়া গানের মাধ্যমে মানুষদের সচেতন করেছেন। এসময় পরিবেশ রক্ষায় মানুষের মাঝে ছোট ছোট অভ্যাস তৈরীর জন্য প্রচারনা করা হয়। কর্মসূচী শেষে চট্টগ্রাম ওয়াইএমসির সদস্য-সদস্যাবৃন্দ ৫টি ফলের চারা রোপন করে।
আরও পড়ুন পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ক্লিন সিটি ক্যাম্পেইন করলো চসিক
চট্টগ্রাম ওয়াইএমসির সদস্য-সদস্যাবৃন্দ পর্যায়ক্রমে সারাবছর এভাবে বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে। এরপর চট্টগ্রাম ওয়াইএমসির অফিস কক্ষে বিশ্ব ওয়াইএমসির ১৮০তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াইএমসির চেয়ারম্যান মি. হিউবার্ট ব্যাপারী, চট্টগ্রাম ওয়াইএমসির প্রোগ্রাম আহবায়ক মি. আলবার্ট দেউড়ী, চট্টগ্রাম ওয়াইএমসির ট্রেজারার মি. স্টিভ অস্কার ডি রোজারিও, চট্টগ্রাম ওয়াইএমসির সাধারণ সম্পাদক মি. ইম্মানূয়েল বৈরাগীসহ চট্টগ্রাম ওয়াইএমসির বোর্ড পরিচালকবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ওয়াইএমসিএ বাংলাদেশ (জাতীয়) এর জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মি. মানিক উইলভার ডি কস্তা ও ওয়াইএমসিএ বাংলাদেশ (জাতীয়) এর যুব চেয়ারম্যান মি. ফ্লেভিয়ান ডি কস্তা।
Leave a Reply