প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৪, ১:০৬ অপরাহ্ণ
চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ বিমানবন্দরে আটক
আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা(৭ আগস্ট) বুধবার বিকালের দিকে বিমানবন্দর দিয়ে ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে।রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট চত্বরে সংঘর্ষে আহত হন আজিজুর রহমান আজিজ।
তিনি মাথা ও শরীরে প্রসন্ড আঘাত পেয়ে নগরীর মেডিক্যাল সেন্টার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে ৩ দিন চিকিৎসা নেয়ার পর সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিলেন। সৌদি আরবের ফ্লাইটের অপেক্ষায় থাকা অবস্থায় নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন।চট্টগ্রাম নগরীর শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। পরে তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে বলেনও জানান তিনি।
জানা যায়, তার বিরুদ্ধে অন্যায়ভাবে জায়গা দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।২০২২ সালে দেবাশীষ নাথ দেবু সভাপতি ও আজিজুর রহমান আজিজ সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
Copyright © 2024 Chatgar sangbad. All rights reserved.