চট্টগ্রামে চিনির বাজার নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (২৬ অক্টোবর) নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বেশি মূল্যে চিনি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় এ জরিমানা গুনতে হয় ব্যবসায়ীদের। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
তিনি বলেন, চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে চিনি বিক্রির অপরাধে ফারুক ট্রেডিংকে ৫০ হাজা টাকা ও বঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চিনির বিভিন্ন পাইকারী দোকানে এবং তাদের গোডাউনে অবৈধভাবে চিনি মজুদ করছে কিনা তা তদারকি করা হয়েছে। পাহাড়তলী বাজারের সভাপতির নেতৃত্বে মজুদ করা চিনি বিক্রির জন্য সকলের মাঝে উন্মুক্ত করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply