আজ ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রাম দক্ষিণজেলা যুব মহিলা লীগের আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করছেন প্রধান অতিথি মফিজুর রহমানসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ

বৃক্ষরোপনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলালীগ


অনলাইন ডেস্কঃ এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বৃক্ষরোপনের মাধ্যমে পালন করলো চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলালীগ। আজ (৬ জুলাই) বিকাল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়।

ছবি: চট্টগ্রাম দক্ষিণজেলা যুব মহিলা লীগের আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ

নগরীর আন্দরকিল্লা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

আরও পড়ুন যুব মহিলালীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য দিলরুবা শিরিন, সদস্য দীপু সেন, নীলুফার জাহান, এডভোকেট পাইরিন আক্তার, এডভোকেট শারমিন ইয়াছমিন নিশু, জগদা চৌধুরী সুপ্রিয়া, আয়েশা সিদ্দিকা রুমি, কামরুন্নাহার, হাসিনাতুল তাসকিন, সুমি দে সাথী, এডভোকেট উমা দাশ, এডভোকেট আয়েশা হেভেন, শারমিন জাহান রুহী, নুসরাত এনি, নুর বানু, ইয়াছমিন আক্তার, রাবেয়া আক্তার মিথিলা, শিফু আক্তার, তাসফিয়া প্রমূখ।

ছবি: চট্টগ্রাম দক্ষিণজেলা যুব মহিলা লীগের আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন প্রধান অতিথি মফিজুর রহমানসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ

মফিজুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রের দিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই যাত্রায় যুব মহিলা লীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর