নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন পর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে দিদারুল ইসলামকে সভাপতি ও জহুরুল ইসলাম জহুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ১০১ জন সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।