অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আন্দোলনকারীরা খণ্ড খণ্ড হয়ে টাইগারপাস ও লালদীঘি এলাকায় জড়ো হচ্ছেন। সবশেষ পাওয়া খবরে আন্দোলনকারীদের একটি অংশ স্টেশন রোড হয়ে টাইগারপাস এবং আরেকটি অংশ লালদিঘী এলাকায় জড়ো হয়েছেন। অন্যদিকে নিউমার্কেট মোড়ে অবস্থা নিয়েছেন সরকার দলীয় নেতাকর্মীরা।
রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর দুপক্ষের কর্মসূচি পালনের চেষ্টা করার সময় সেখানে উভয়পক্ষের মধ্যে কয়েকদফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।