আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে চট্টগ্রাম মহানগর,উত্তর,দক্ষিণ জেলা তাঁতী লীগ


অনলাইন ডেস্ক:
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল স্কুল ও কলেজ মাঠের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দেলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন, চট্টগ্রাম মহানগর,উত্তর,দক্ষিণ জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক, দক্ষিণ জেলা তাঁতী লীগের সভাপতি দিদারুল আলম দিদার, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক, রত্নাকর দাশ টুনু, দক্ষিণ জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক, মমতাজ উদ্দিন আহমেদ,উত্তর জেলা তাঁতী লীগের সদস্য সচিব  রূপক কান্তি দেব নেতৃত্বে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ  জেলা তাঁতী লীগের পক্ষ থেকে মিউনিসিপ্যাল স্কুল ও কলেজ মাঠের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দেলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এই সময় উপস্থিত ছিলেন, মহানগর তাঁতী লীগের সহ সভাপতি শহীদ উদ্দিন,উত্তর জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মো.সেলিম,দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ সভাপতি ডা. আর.কে রুবেল,মহানগর তাঁতী লীগের সহ সভাপতি এ.এইচ এম এহসানুল কবির টিটু, আতিকুর রহমান তুহিন,দিদারুল আলম, রূপক চৌধুরী,মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জীবন,মো.সরওয়ার সরকার, সাইফুল ইসলাম মারুফ,
মহানগর তাঁতী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাজশ্রী মজুমদার চৌধুরী, দক্ষিণ জেলা তাঁতী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ শরীফ দক্ষিণ জেলা তাঁতী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন,
উত্তর জেলা তাঁতী লীগের সদস্য রমজান আলী,দক্ষিণ জেলা তাঁতী লীগের সদস্য মো.সেলিম উদ্দিন,
পাহাড়তলী থানার তাঁতী লীগের সভাপতি মিঠুন সরকার,
বাকলীয়া থানা তাঁতী লীগের সহ সভাপতি তারিকুল হাসান আশিক,মহানগর তাঁতী লীগের সদস্য অ্যাড পংকজ কুমার দাশ, মো. কপিল উদ্দিন সহ প্রমুখ।

এই সময়  শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষে লাইন আরও দীর্ঘ হয়। ফুল আর ছোট ছোট পতাকা হাতে লাইন বেঁধে অপেক্ষায় থাকতে দেখা যায় সব বয়সের, সব শ্রেণি পেশার মানুষকে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সন্তানদের নিয়ে শহীদ মিনারে আসেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর