অনলাইন ডেস্কঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যানুসারে, চট্টগ্রামে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। তবে দেশে সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে চুয়াডাঙ্গায়।
আবহাওয়া অধিদপ্তরের মতে, দেশের যে কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে তাতে চট্টগ্রামের উল্লেখ নেই। কিন্তু এরপরও যে উষ্ণতা এ অঞ্চলে বিরাজ করছে তাতেই হাঁসফাঁস করছেন নগরবাসী।
আরও পড়ুন চট্টগ্রামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, জেনে নিন আরো যেসব পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
অনেকে দীর্ঘশ্বাস ফেলে বলছেন, ‘ভ্যাপসা গরম অসহ্য।’ আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে অতিরিক্ত আদ্রতা থাকার কারণে এই অস্বস্তি অব্যাহত রয়েছে।
চট্টগ্রামের আকাশ আজ আংশিক মেঘলা দেখাচ্ছে। পূর্বাভাস অনুসারে, বিভাগের কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যা আগামি পাঁচদিন দেশের উত্তরপূর্বাঞ্চলে অব্যাহত থাকতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply