নিজস্ব প্রতিবেদক
চলচিত্র জগতের এক কিংবদন্তি মহানায়ক মান্নার স্মরণে – “মান্না ফাউন্ডেশন” এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি (রবিবার) এক আলোচনা সভার মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। এই ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন প্রয়াত মহানায়ক মান্নার সহধর্মিণী সেলি মান্না।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হন বিশিষ্ট কলামিস্ট মুহাম্মদ এনামুল হক মিঠু এবং সাধারণ সম্পাদক মনোনীত হয় রাকিব হোসাইন।
এছাড়াও কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে মোহাম্মদ জামাল উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক (হিরু),সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ রাসেল, অর্থ সম্পাদক মোহাম্মদ রাসেল হোসেন,দপ্তর সম্পাদক : মুহাম্মদ আকবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবাইর বিন জিহাদী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব খান মানিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ খোকন কে মনোনীত করা হয়।
সভায় নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ এনামুল হক মিঠু বলেন, ১৯৯৩ থেকে প্রয়াত মহানায়ক মান্নাকে বুকে ধারণ করে এসেছি।চলচিত্রে মহানায়ক মান্নার শূণ্যতা কখনো পূরণ হওয়ার নয়। এসময় নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত করায় মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাধারণ সম্পাদক রাকিব হোসাইন বলেন, মান্না ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।সংগঠন কর্তৃক অর্পিত দায়িত্ব যেন যথাযথ পালন করতে পারি সকলের সহযোগিতা কামনা করছি।
সভায় চলচিত্র প্রেমী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply