রিপোর্ট:মোহাম্মদ খোরশেদ আলম >>>উপজেলা ও থানা পরিদর্শনে এসে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো:ফখরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসন কাজ করছে। তারপরও কিছু ঘটনা ঘটানো হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে, আশা করি সেগুলোও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অচিরেই সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে।সোমবার (১২ আগস্ট) বিকেলে সাতকানিয়া থানা প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।জেলা প্রশাসক বলেন, জনজীবন স্বাভাবিক করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ধীরে ধীরে চট্টগ্রামের থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে এবং ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চলবে।শিক্ষার্থীদের সঙ্গে সমন্নয়ের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে থানার পাশাপাশি সরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান তিনি।এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের প্রতিপক্ষ সকল ফ্যাসিস্ট। জনজীবন স্বাভাবিক করতে ছাত্রদের সঙ্গে প্রশাসনের সমন্নয় খুবই জরুরি। এ সময় তিনি ট্রাফিক কন্ট্রোলে রেডক্রিসেন্ট, বিএনসিসি, রোভার স্কাউট এবং স্কাউটদের সাথে শিক্ষার্থীরা সমন্নয় করে কাজ করবে বলে জানান।এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী।
Leave a Reply